(একজন কবি দোষে-গুণে সাধারণ মানুষ কিন্তু তিনি ভাবেন আর পাঁচজনের তুলনায় আলাদা কিভাবে এই ভাবের ব্যঞ্জনায়......)


নদীর পাড়ে দাঁড়ালাম
জলের সাথে নিজের মিল খুঁজলাম
উহু! আমি জলের মত সরল নই
অতঃপর পাহাড়ের নীচে
দেখি বিরাটের পায়ে নুড়ির মত পড়ে রই
শেষমেষ উপরে মুখ তুলে তাকালাম
উহু! আমার অন্তরে আকাশের  মত উদারতা কই?
তবে কি আমি কি যদু-মধু'র মত সামান্য গেরস্থ
দিন আনি দিন খাই--
উহু! শেষের দিকটায় একটু টুই্ষ্ট আছে
আমি মহারাজা----আমার ঘরভরা
'সাত রাজার ধন এক মানিক'
ক------------বি------------তা।