অনুলেখা ৩৮
প্রনব মজুমদার
(১)
( মন কেমন করা কথা)
'ভাই এর কপালে দিলাম ফোঁটা
যমের দুয়ারে পড়লো কাঁটা'
দেওয়ালগুলো বলছে অনুলেখার স্বরে
ভাই কাঁদছে দিদি কই?
সে তো আজ বহুদূরে...


(সন্ধিক্ষণ)
নতুন বৌ এর সাজে
অনুলেখা আমার পাশে,
মনে পড়ল ১৯৭০
ছাদের কোনে দাঁড়িয়ে তুই
যেন সুনীল গাঙ্গুলী'র 'নীরা'
জাষ্ট টাচ্ ষোলো--
পাশে পাশে ভাসমান আমি
যেন জয় গোস্বামী'র 'মেঘ'
পারফেক্ট সতেরো--
আজ তোকে পাশে পেয়ে
আনন্দে বুক দুরুদুরু.........
অনুলেখা বললো;
এই ছেলেটা এলেবেলে
আমার বাড়ি এলি
সবার সামনে মন্ত্র পড়ে
আমার সিঁথি রাঙালি
এখন থেকে যা বলবো
শুনবি তো তুই
তাহলে চল দুজনে মিলে
চাঁদের দেশে পালাই...
























ক্রমশঃ