(অম্বরীষ কবি 'প্রত্যাশা' কবিতায় ছাপোষা মানুষের প্রকৃতির কাছে কতটুকু প্রত্যাশা তা নিখুতভাবে ফুটিয়ে তুলেছেন।অতিবৃষ্টির কারণে দুর্দশাগ্রস্ত সাধারণ মানুষের পায়ের তলার মাটিটুকু যাতে হারিয়ে না যায় সেই নিয়েআকুতি করেছেন।
যথার্থ প্রতিবেদন। কিন্তু এ ব্যাপারে প্রকৃতির বক্তব্য কি?)
                                 দেখুন                              
                                     |
                                     |
                                     |
চার্জার,মোবাইল আর আমি
সবাই অ্যাক্টিভ
বিষন্নতা কে ডি-অ্যাক্টিভ করবো বলে
হঠাৎ বৃষ্টি এসে প্লান ভেস্তে দিলো
সজোরে বলে উঠলো
এখন শুধু আমি অ্যাক্টিভ
দুনিয়াকে ঋতুমতী করবো বলে
তাই হয়
টিভির স্ক্রীনজুড়ে বর্ষার তান্ডব
রেগে উঠে বলি
ঢের হয়েছে বর্ষাবরণ
আর নয়
এখন ব্রেক-আপ এর সময়
মনক্ষুন্ন হয়ে বৃষ্টি বলে
'আমি তোদের সারাবছরের পানীয়জলের ভরসা
আর বানভাসির কারণ তোদের অব্যবস্থা'


জানি জানি



'কাজ মিটলেই মতলবি মানুষ মুখ ফিরিয়ে নেয়'.........