অনুলেখা অনুলেখা অনুলেখা
প্রনব মজুমদার
( গতবছর ২০২০,আজকের দিনে (৯ই অক্টোবর) আমি অনুলেখা কে হারিয়েছি,ধ্বস্ত হয়ে বেঁচে আছি তাঁরই স্মৃতি জড়িয়ে...)
(১)
উলুধ্বনি,শঙ্খনাদ
কেউ এলো;
ক্রন্দনধ্বনি, আর্তনাদ
কেউ গেল;
আসা টা ছকে মাপা
যাওয়া টা হঠাৎ কখন...
প্রিয়জন চলে গেলে
জীবনের আলো ফুরিয়ে যায়
পড়ে থাকে
আক্ষেপের অন্ধকার কাঁটাবন...
(২)
মৃত্যুর কোন দুঃখ নেই
সে নির্বিকার ও উদাসীন
ডেড-লাইনের সীমানায় দাঁড়িয়ে অপেক্ষায়
ছুঁলেই অস্তিত্ব মুছে দেবে চিরতরে


আর দুঃখের কোন মৃত্যু নেই
সে মানুষের চিরসাথী
ছোট-খাটো ভাঙন নিয়ে আসে-যায় ঘরে-ঘরে
যখনই বড়-সড় ভাঙন নিয়ে আসে
বাতাস কেঁপে ওঠে হাহাকারে


মৃত্যুর কোন দুঃখ নেই
আর দুঃখের কোন মৃত্যু নেই এই সংসারে...






বিশেষ--আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার স্মরণে......