( বছরের প্রথম দিন কবিতা আসছে না তাই গুগল্ সার্চ করে কবিতাকে খুঁজতে খুঁজতে গুগল্ ই লিখে দিল নীচের কবিতা--স্বরচিত নয় বলে এডমিন ব্যান করে দিতে পারেন তাই তাড়াতাড়ি পড়ে নিন সুপ্রিয় পাঠক)


পোস্তর বড়া,পায়েসের বাটি,চুলে বিলিকাটা,জ্বর হলে কপালে জলপটি,
পড়ায় ভুল হলে কানমলা, এইসব কথা গুগল্ সার্চ এ ডালতেই----
ল্যাপটপের স্ক্রীন জুড়ে আলোর বন্যায় ভেসে উঠলো---'মা মা মা মা মা'


অহেতুক বকাঝকা,খেলতে দেখলে চোখ লাল, কিছু চাইলে হম্বি-তম্বি
আবার আমি ঘুমিয়ে পড়লে আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলা
'বেচারা'--এইসব দেখে গুগল্ চুপচাপ জানায়-----'পরিবারের পুরোধা'


মা-বাবা বৃদ্ধাশ্রমে,
আমেরিকার থেকে খরচ আসে ডলারে, এইটুকুই লিখতে না লিখতেই গুগল্ খিঁচিয়ে ওঠে----'না-লায়েক না-লায়েক না-লায়েক'..........