বিন্দু বিন্দু শব্দভালোবাসা গুলো
ঝরে পড়ছে
উদাস করা ব্যাকুল বর্ষনে।
কবি লিখছেন আনমনে।
কলম হাতে ভাবছেন
সুন্দর সৃষ্টি তো সম্ভব কেবল
ধীর লয়ে আর যতনে,
কি লিখি এই ঘন গর্জনে?
অলক্ষ্যদেব বলেন
       ঝুকে দ্যাখো অন্তর দর্পণে
মায়াবী কবিতা জন্মাচ্ছে সন্তর্পণে।
বলে গেছেন অগ্রজ কবিজনে
মায়াবী কবিতা ধরা দেয় চিত বনে
শুধুই শ্রাবণে।।