(১)
আমার ভাঙা ঘরভর্তি অন্ধকার আর ধূলো
তার মুখভর্তি আলো
সে এলো
আমার ভাঙা কুটির
আনন্দে গদগদ হয়ে গেল।
কারো কারো পায়ের ছাপে মাধুরী মাখা থাকে
মাটি ছুঁলেই--
বিদগ্ধ কবির কথানুযায়ী
"হৃৎকমলে ধুম লেগে যায়''...


আমি নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসায়...
(২)
হেসে বলি
আমি কেয়ার ফ্রি---------
নিজে যেমন--ঠিক তেমনটি চাই,
ভেবে বলে অনুলেখা
আমি কেয়ারিং
যা পেয়েছি তাই জড়িয়ে ধরে রই,
দুজনাই বিপরীত মেরুর বাসিন্দা
অথচ এক জোরদার সুতোয় বাঁধা,
সংসার যেন বৃন্দাবন...
     দোলাচলে দুলছে কৃষ্ণ-রাধা...






বিশেষ-অনুলেখা কাব্যসিরিজ আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার স্মরণে...