নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ
প্রনব মজুমদার


আচ্ছা বল তো হিজাব নিয়ে তোমাদের কেন এত উত্কন্ঠা?
আদ্যিকাল থেকেই সবাই জানে এটা রমণীর রমণীয় ঘোমটা
এর আবডালে আঁকো দুটো পটলচেরা চোখ
কানে পরাও স্বর্ণকুন্তল;নাকে নোলক
ঠোঁটে ছোঁয়াও স্নিগ্ধ লালিমা
আর হাসিটায় যেন কেঁপে ওঠে দ্যুলোক-ভূলোক
দেখবে তোমার সামনে দাঁড়িয়ে এক আলোকসামান্যা অপরূপা
                       'মাতৃরূপেণ সংস্থিতা'
আবডালে বলে ভেব না অবলা
অন্যায় সীমা ছাড়ালে ইনি রণংদেহী আর ইনিই সৃজনযোগ্যা রজঃস্বলা
এনার আছে শতসহস্র জীবনধারণের সহিষ্ণুতা


এতটা লিখে কবি থামলেন
তারপর লিখলেন
হিজাব নিয়ে অনেক বিতর্ক; আমি জানালাম হিজাবের আড়ালে কারা...
এই কবিতা পড়ে হিন্দুরা একটু ভাববেন
আর মুসলমানেরা উৎসাহ লাগামে রাখবেন
আর সমস্বরে উচ্চারণ করবেন
"যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা
নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ "






বিশেষ- এই কবিতাটা আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার কে উত্সর্গীকৃত