( প্রয়াত কবি অচিন্ত্য সরকার(পাষাণভেদী) স্মরণে )


কবিতার আসরে ছিল নাকাড়া বাজিয়ে
চলে গেল না বলে কয়ে
অথচ অনেক কিছু বলার ছিল
কবিতায়, কবি সম্মেলন সঞ্চালনায় সে অনন্য ছিল
পীযুষ কবির সংবাদে আসরে শোকের ছায়া নেমে এল,
হঠাৎ এই মৃত্যুর মাতন
আমরা কি করি এখন?
আসুন থিতু হয়ে বসুন
প্রয়াত কবির কথা ভাবুন
মনে মনে তাঁর ছবিতে দুটো ফুল রাখুন
আর বলুন তুমি ছিলে আর থাকবে
তোমার শব্দাবলী আমরা রাখব আদরে
অনন্তকাল ধরে স্মৃতিমন্দিরে...।







বিশেষ-- প্রথমে কবি দেবাশিস সেন তারপরে কবি শহিদ খাঁন আর গতকাল আমরা হারিয়েছি কবি অচিন্ত্য সরকার(পাষাণভেদী)।
ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সব কবি আত্মার আত্মীয়তায় বাঁধা।
উপরের লেখাটা সদ্যপ্রয়াতের স্মরণগাঁথা।