(বিগ ব্যাং থিয়োরির ব্যঞ্জনায়)
এইমাত্র বিস্ফোরন ঘটেছে।
২০১২ তে যা হওয়ার ছিল তা এখন হলো।
থমকে আছে হাওয়া,আদিঅন্ত ছড়িয়ে আছে জল।
গভীর অন্ধকারে ডুবে আছে পৃথিবী-ধু ধু করছে স্তব্ধতা।
সবুজ কিম্বা জীবনের রেশমাত্র নেই কোথাও।
ডাইনোসরদের মতন হিংস্র হয়ে উঠেছিলো মানুষ
তাই এই যুগ ধ্বংস হলো।
অ--নে--ক পরে
ধ্বস্ত পৃথিবীর মাটি ফুঁড়ে বেজে উঠলো
ওংকার ধ্বনির গুঞ্জন--হে ঈশ্বর!
ভেসে আসলো আজানের সুর--ইনশাল্লাহ্ !
নেচে উঠলো প্রার্থনা--আমেন!
জেগে উঠলো মৃতকল্প পৃথিবী।
শব্দব্রহ্ম শুরু করলেন বিবর্তন--নতুন পৃথিবী নির্মান,
প্রথমে এল সবুজেরা তারপরে ইতরপ্রানী,শুদ্ধমানুষজন।
আর এই শুদ্ধ মানুষজনের কেন্দ্রবিন্দুতে রইলো
প্রকৃতির স্নেহভাজন কবিজন
শব্দকনা দিয়ে আমাদের শুরু
তাই পিতৃঋন-মাতৃঋনের সাথে সাথে
আমরা যাবতীয় কবি শব্দের কাছে ঋনী।