( বেশীরভাগ লোক শুধু বাইরের থেকে দেখে
   অসাধারণ যারা তাঁরা অন্তর থেকে দেখে নেয়
                              এই ভাবের ব্যঞ্জনায়)
                            (ইঙ্গিত)
একশ মিটার দৌড়ে প্রথম
মহিলা স্প্রিন্টার--
গলায় সোনার মেডেল ঝুলিয়ে
মুচকি মুচকি হাসছে--
মাঠের ধার বরাবর
হেঁটে যাচ্ছেন মিলখা সিং
যেতে যেতে যেন বলছেন,
'উচ্ছাসে ভেসে যেও না'
এখনো অনেক পথ বাকি--


অগ্রজরা সতত পথ দেখান
যারা শোনে তারা জিতে যায়......
                            (সাফল্য)
সফল হওয়া বড় কথা
তার চেয়েও বড়
সাফল্যকে ধরে রাখা--
যারা পারে
তারা দিগ্বিজয়ী হয়ে যায়!
ক্যালেন্ডারে--
মুখে স্মিত হাসি ভরে
তাকিয়ে আছেন রবীন্দ্রনাথ......



সুত্র-- মিলখা সিং--বিখ্যাত দৌড়বীর