কবি হেঁটে যান অন্ধকারে
বনলতা সেনের খোঁজে;
আর আমি ছাপোষা মানুষ
বিষন্নতার কামড় খেতেই
নেশায় খুঁজি বিনোদনের আভা
বাঁচতে চাই নির্ভুল মিথ্যায়;
শেষমেষ কবিতাই আমাকে
জীবনের সঠিক পথ দেখায়
আশ্বাস দেয়-
আপনি আবার আগের মতন
স্বাভাবিক হয়ে যাবেন
আর কবির মতন বলতে পারবেন
'মরিনি এখনো আর মরবো না কোনোকালে'...







বিশেষ-এই আসরের নবাগত 'অপদার্থ' কবি কে উত্সর্গীকৃত