(২৯/৫/১৩তে আমার অনুবাদ কবিতা সাদাকালো পড়ে
খুশী হন কবি বন্ধু প্রজীতা-অনুরোধ করেন আরো ভিন্ন দেশীয় কবিতা অনুবাদ আনতে।পাবলো নেরুদা,লোপ দ্য ভেসার কবিতা তো অনেক বড় বড় কবি করেছেন কিন্তু আমাদের ই দেশের অন্য প্রান্তের কবিতা তাও আবার সাধারন মানুষের কবিতা খুবই কম।হিন্দি কবিতার বাসরের এক অটোরিক্সা চালকের সাধারন কবিতা তুলেধরলামআশা করি ভাল লাগবে--সায়ন,বান্দ্রা বম্বের দু জায়গা)
সকালে যখন বেরোই
          সায়ন থেকে বান্দ্রা
যে কেউ ডাকে " এই অটো ----
আমি বলি হ্যা হ্যা।
সারাদিনের দৌড়ে ক্লান্ত শরীর ও মন
রাতে যখন ফিরি
যদি কেউ ডাকে " এই অটো----
আমি বলি না না
কেননা সায়নে তখন
আমার ভাড়া করা ঘরে--প্রতীক্ষায়
স্ত্রী রোহিনী, মেয়ে সংস্কৃতি
আর ছেলে সংস্কার
গরীবের সংসার---আমরা গুনতিতে চার।।