কাঁদামাটি
প্রনব মজুমদার
(আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার কে উত্সর্গীকৃত)
   (১)                              
মলাটে ধু ধু নীল
ভেতরে বিষন্ন মেঘ
আকাশের কান্না পাচ্ছে
বলছে অশনি-সঙ্কেত
    (২)
কবিতা লিখবো বলেই বসে আছি
ভাবনার দরজায় খিলআটা
সোহাগ না পেয়ে বন্ধ রেখেছে
অভিমানী নতুন বৌ অনুলেখা
    (৩)
সাদামাটা সংসার
ব্রেকফাষ্ট কাম লাঞ্চ
চা-ভেজানো বাসিরুটি
সাদর আমন্ত্রণ আপনার
   (৪)
ভাঙা ল্যাম্পশেড,পুরনো কার্পেট
রঙওঠা পর্দার ঢল
চিলেকোঠায় আটকে আছে
মধ্যবিত্ত জীবনের দোলাচল
     (৫)
ট্রাম গুমটিতে ঘনিষ্ঠ সন্ধ্যা,
বাড়ি ফেরার অপেক্ষায়
চিল্লাচ্ছে লেবু লজেন্সওয়ালা
গলা ভিজিয়ে নিন সস্তায়
  (৬)
দুমদাম প্রেম
যেন ফাষ্ট-ফুড
দেখতে আকর্ষণীয়
জঠরে বর্জনীয়
  (৭)
শাশ্বত প্রেম
যেন 'হালকা আঁচে অনেকক্ষণ রান্না'
স্বাদ পেলে
সাত জনমেও কেউ ভোলে না
  (৮)
মা-বাবা,ভাই-বোন,বন্ধু-বান্ধব
ছেলে-মেয়ে,সমাজ-সংসার
এইসব কিছু আমার;
এই পাওয়ায় খুশী হয়ে বসে রই
চলে গিয়ে দেখি আমি কারো নই