(১)
'মা-মা' ডাক
                 মা মনে রাখে,
'আয় বাবা কোলে আয়'
                 ছেলে ভুলে যায়!
মা তো চিরদিন থাকে না
শুধু তাঁর স্মৃতি,
অশ্রুজল বনে চিবুক ছুঁয়ে দেয়!
                                  (২)
যাচ্ছি বলে সেই যে গেল
আর ফিরলো না
অভিমান বড়ই কঠিন
সহজে ভাঙা যায় না!
                                 (৩)
তুমি-আমি,আমি-তুমি
স্বতন্ত্র ভাবনা,
'আমরা' বলা--
কি অভ্যাস করা যায় না?
                                (৪)
এ দিচ্ছে---ও নিচ্ছে
কেই বা কাকে কি দেয়?
সব দেওয়া-নেওয়া
    অবহেলে পড়ে রয়!
                               (৫)
মা ছায়া--বাবা রোদ্দুর
এ জীবনই বা কতদূর?
এই তো এলাম--
তবুও কেউ যেন
'আয় ফিরে আয়'
    বলে হাতছানি দেয়!