(রোমান্স)
মধ্যরাতে এসো--
আমি ছোঁব তোমার যৌবন
সাক্ষী থাকবে ভাঙা ঘর,
রোগা হাতে গলাটা জড়িয়ে ধরে
মধুময় করবো স্বয়ংবর!
                                         (সাহসী)
শ্মশানের পাশে থাকি
মরণকে থোড়াই কেয়ার করি,
রোজ ডিঙা ভাসাই জলে
বেপরোয়া জলও দুঃসাহসী বলে
কেউ যেন বলে সঙ্গোপনে--
যে সাহসী সেই ভালোবাসা জানে!
                                        (কবিতা)
অর্থ অনুভূতি সুর এবং  অভিপ্রায়
এইসব যদি থাকে উচ্চারণে--
                  কবিতা কথা কয়......