(চ্যাপলিন)
হাসির জাদুকর চ্যাপলিনের কথানুযায়ী---
' আয়না ধোঁকা দেয় না
               চোখে জল দেখে
                          কখনো হাসে না '
সদ্যবিধবার চোখদুটো খটখটে শুকনো
                          কেউ কি দ্যাখে?
কিন্তু তার বুক কতটা ভরাট
                        চোখ দিয়ে মাপে!
                                       (দিগ্বিজয়ী)
মানুষের মুখ জন্মজাত সুন্দর
বিষাদের মুখোশে ঢাকা রয়,
বিষাদ পকেটে পুরে
যে মানুষ লোককে হাসায়
সে দিগ্বিজয়ী হয়ে যায়!
                                       ( তৃষ্ণা)
যৌবন ছুঁই ছুঁই--কিশোরী ছুটছে
আগের দিন হলে--
পিছু ডেকে বলতাম
' তৃষ্ণা ও তৃষ্ণা'
আমাকে কেন ভালোবাসিস না?
লজ্জায় রাঙা হয়ে তৃষ্ণা পালাতো
আর আমার প্রেম-পিপাসা
         বেড়ে বেড়ে আকুল হতো
আজকের দিনে--
মুখোমুখি রাস্তা রুখে দাঁড়াতাম
বলতাম--জানেমন গুলবদন
ঐ পটলচেরা চোখে--তুই আমার
মদির ভালোবাসা কি দেখতে পাস না?
আমাকে অবাক করে--
আজকের 'তৃষ্ণা' চোখ মটকে বলতো
'তোর-আমার প্রোফাইল ম্যাচ করে না................



কৃতজ্ঞতাঃ চ্যাপলিন--কবি সুবোধ সরকারের কবিতার রূপান্তকরন