(১)
ভালো ভালো কথাগুলো মাটিতে গড়ায়
শুধু ভালো ভালো কিছু লোক
                       সেগুলি কুড়িয়ে নিয়ে
সযতনে সাজিয়ে রাখে মনের আঙিনায়!
আর কি আশ্চর্য!হিংসায় হতকুচ্ছিত লোকেদের ভীড়ে
      শুধু সেই লোকেরাই হীরকদ্যুতিময়................
                                           (২)
তুমি কেঁদো না--
কেননা তুমি কাঁদলে--
আমার বুকের ভেতর কেঁপে ওঠে ব্যাকুলতায়,
ফোঁটা ফোঁটা অশ্রুবিন্দু
   চুনী মুক্তো হীরেতে বদলে গিয়ে
           আমার ভালোলাগার ঝুলি ভরে দেয়!
অহঙ্কারী আমি ভিজে যাই আদ্রতায়--
বুঝে যাই চোখের জল
পাহাড়ের মত মহেশ্বর কেও বিগলিত করে দেয়!


না না তুমি কেঁদো শুধু নিরালায়....................
                                         (৩)
সবাই নির্জনতা চাই বলে চেঁচাচ্ছিল
ঘোষিত হলো--
নিবিড় নির্জনতা নদীতীরে
             সবাই না না বলে উঠলো
দ্বিতীয় ঘোষনা--
  গাঢ় নির্জনতা ঝাউবনে
       আবারও সবাই না না বললো,
শেষ ঘোষনা---
   ঘোর নির্জনতা শ্মশানে
                সবাই চুপ করে গেল.........