পাখিসকল আকাশে উড়ছিল--
নীচে অনেক মানুষ জটলা পাকিয়ে হল্লা করছিলো--
'আমি হিন্দু,আমি মুসলমান, আমি বৌদ্ধ, আমি খ্রিষ্টান'
কিন্তু আশ্চর্যের বিষয়--
কেউ একজনও বলছিলো না--'আমি মানুষ'!
শিশুপাখি মা-পাখিকে শুধালো--
আমরা সবাই তো আছি তবে মানুষেরা কোথায় গেল?
আর ওরাই বা কারা?
মা-পাখি বললো--অতশত বুঝিনে বাপু
তবে মিউটেশনজনিত বিবর্তনে--
ওরা এক যান্ত্রিক পশু--কিছু বোঝে না
শুধু রটা কথা বলে যায় অবলীলায়----
আগে মানুষেরা দুঃখী হত--আজকাল প্রকৃতি দুঃখী,
নদী জল হাওয়া,গাছপালা,ফুল লতা পাতা,পশুপাখি,
কীটপতঙ তারস্বরে চীৎকার করে বলছে----
'মানুষ কই?মানুষ কই? মানুষ কই? মানুষ কই?
মানুষ কই..................................................