কালকের কবিতায় শেষ দুই পংক্তি---
নদী জল হাওয়া,ফুল লতা পাতা,গাছপালা,পশুপাখি,কীটপতঙ
সবাই তারস্বরে চীৎকার করে বলছে----মানুষ কই মানুষ কই.....


জটলার মধ্য থেকে একজন বেরিয়ে এসে মঞ্চের উপরে দাঁড়ালো
দু হাত ওপরে তুলে শান্ত হবার ইঙ্গিত করে বললো--
'হিন্দু ভাইসকল---
বিশালাকার পাহাড়ের দিকে দেখুন--উনিই মহেশ্বর
আমরা তাঁর পায়ে নুড়িমাত্র!
মুসলমান ভাইসকল--
মসজিদের উপরের আকাশের দিকে তাকান--
আল্লাহ নিরাকার নিরত্যয়--ছেয়ে আছেন মহাবিশ্বময়--
একদম নীচে আমরা তুচ্ছ তৃণমূল!
বৌদ্ধ ভাইসকল--বুদ্ধের শান্ত মূর্তির দিকে তাকান
তিনি সমাহিত বিপাসনায়--সব্বাইকে শরন দেবার ভাবনায়
আমরা তাঁর পদমূলে সামান্য ধূপ-চন্দন!
খ্রীষ্টান ভাই সকল--গীর্জাঘরে আসুন
প্রভু শোভনীয় ক্ষমাসুন্দর অপেক্ষায়--
আমরা নতজানু তাঁর করুনায়!
বুঝে নিন--স্রষ্টা'র অতুলনীয় সৃষ্টি আমরা শুধুই মানুষ
বেঁচে থাকি মানুষের মহিমায়--
সবাই বিনম্র হয়ে মাথা নত করলো!
আর কি আশ্চর্য!মাথা তুলতেই দেখলো
বক্তা সেইজন শুন্যে মিলিয়ে গেল--
চারিদিকে প্রাকৃতিক ফিসফিস আওয়াজ---
সত্যি!মানুষ ছাড়া পৃথিবীটা বিবর্ণ মনে হয়
প্রকৃতি এখন মানুষের উত্তরনের অপেক্ষায়.....................


বিঃদ্র-- মানুষ কই মানুষ কই এর তৃতীয় আর শেষ পর্ব কালকের
উপস্থাপনায়..................................................................