জানলা খুলতেই দেখি--
একদল প্রজাপতি ঢুকছে বেরোচ্ছে
                                  জানলা দিয়ে--ঘরে!
দেখি--পিঠে ব্যাগ,কাঁধে জলের বোতল
শিশু ভোলানাথ স্কূল বাসের অপেক্ষায়--দুয়ারে,
দেখি--একজোড়া যুবকযুবতী
হাত ধরাধরি করে হেঁটে যায়--গাজনের মেলায়!
দেখি--একজন ভিখারি জিরোচ্ছে গাছের ছায়ায়,
দেখি-- নিঃসঙ্গ দুপুর নির্জনতাকে ডাকে ইশারায়!
জানলা খোলা থাকলেই,
                               জীবন আদরে বড় হয়!
তাই তো আমি জানলা খোলা রাখি অনন্তসময়....