কৈশোর যাই যাই করে যাচ্ছে--
আর যৌবন এক পা এক পা করে আসছে
আমি খুঁজছি-- একটু নিবিড়তা
প্রত্যেক খোঁজেরই একটা পাওয়া থাকে
পেলাম খোলা আকাশ!
এখানে কোনো অন্তর্যামী চোখ নেই
পাপ নেই, পূন্য নেই--
খালি আকাশের নীচে যা খুশি চাওয়া যায়
চাইলাম আর পেলাম --স্বাধীনতা!
বুঝে গেলাম প্রত্যেকটা মানুষের কাম্য স্বতন্ত্রতা!
আরো বুঝে গেলাম--
মানুষ আসার সময়েও স্বাধীন
যাওয়ার সময়েও স্বাধীন----
শুধু মাঝখানে এই সংসারে পরাধীন!