(ইশারা)
ওয়েটিং রুমের দেওয়ালে লেখা
'কিপ সায়লেন্স'---বুঝিয়ে দেয়
শব্দ না করেও কথা বলা যায়!
                                        (মিনতি)
আগুনের আর কতটা ক্ষমতা?
সে কি করে পোড়াবে
এই পাপবিদ্ধ দাহ্য শরীর!
বরং একটু কাঁদো
আমি ভিজে গিয়ে ডুবে যাই
তোমার গহীনে.................
                                        (প্রাপ্তি)
ভক্ত বলে-- আমি আশীর্বাদ ধন্য
আমার কোনো ভয় নেই
পাতক বলে--আমি ঈশ্বর পরিত্যক্ত
আমার পরিত্রাণ নেই!
ঈশ্বর বলেন--দুজনেই নির্বোধ
শুধু যুক্তিতর্কে মেতে রয়,
ভুলে যায়--চাইলেই কি পাওয়া যায়?
                                       (জীবন)
গরীব মানুষ--
আশ্চর্য নিপীড়ন সহ্য করে দিন কাটে
আনন্দ বলতে--
সুক্ষ,অতল ছোঁয়া কথায় সাজানো
কবিতা পাঠ,
পড়তে পড়তে বুঝে যাই--
তন্ময় চুক্তির বোঝাপড়া'র নামই জীবন!