(উড়নচন্ডী)                  
প্রণয় একটা কলা
      অতিব্যস্ত পুরুষ বোঝে না
অবসরহীন মানুষ
নারীকে খুশী করতে পারে না,
যদি ভালোবাসা চাও
একটু উড়নচন্ডী হও!
                                       (ইচ্ছা)    
অনেককিছুই ইচ্ছা জাগে
জিইয়ে রাখি মনের ঘরে
জানি একটা পূরণ হলেই,
আর একটা ইচ্ছা
  উঠে দাঁড়াবে
         আমার হাত ধরে!
জানি--যারা দুর্বল তারা ইচ্ছায় মরে যায়!
                                      (বিবর্তন)
অনন্ত জ্যোতির্ময় জগৎ থেকে
   পৃথিবীতে ভেসে আসে শিশুরা
তাদের গায়ে-মাথায় লেপটে থাকে
  জ্যোতিঃপুঞ্জের টুকরো-টাকরা,
তাই শিশুদের জগৎ এত পবিত্র আর মায়াময়
যত দিন যায়--
   শিশুরা পার্থিব ধুলোকাদায় মাখামাখি হয়,
জ্যোতির্বলয় ফিকে হতেই
      মাটির দুনিয়ার কঠিন মানুষ বনে যায়!



বিঃদ্রঃ--তৃতীয়টা ওয়ার্ডসওয়ার্থের 'ইমমর্টালিটি ওড' এর উপর আধারিত!