(১)
একটা সময় ছিল--যখন মানুষ
ঘরের দরজায় কোনো নতুন মানুষ দেখলে
স্বগতম জানাতো--বসিয়ে বলতো
'কাকে চাই--কি চাই ভাই?'
এখন দরজার ফুটো দিয়ে দেখে
আন্দাজ করে নেয়
     অতিথি গ্রহনীয় না হলে
গৃহকর্তা বাড়ি নেই বলে
অবলীলায় না করে দেয়!
একদিন দরজায় লেখা থাকবে--
'বিনা কারণ সাক্ষাৎকার সম্ভব নয়'!
                                  (২)
আগের দিনে--
বাবা ঘরে আসলেই--লুকিয়ে পড়তাম
রাশভারী মানুষটা যদি বকাঝকা দেয়?
বাবা দিবস জানতাম না--
শুধু জানতাম বাবা মানেই
                    যাবতীয় স্বাচ্ছন্দ্যবোধ
বাবা মানেই---
    নিরাপত্তা-- প্রসারিত বুকের আঙিনায়!
'আয় খোকন'--
ডাকতেই ছুটে যেতাম তার সীমানায়--
আজকাল অনেক উন্নতি হয়েছে
ছেলে বিদেশে--
সারাদিনে দশ-দশটা মেসেজ পাঠিয়েছে
আমিও গদগদ সেই বিদেশী মেসেজের মহিমায়........