' লাজুক ছায়া বনের তলে
                  আলোরে ভালবাসে
পাতা সে কথা ফুলেরে বলে
                 ফুল তা শুনে হাসে।'
ছোট কবিতার ক্ষেত্রেও যিনি সম্রাটপ্রতিম এটি সেই রবীন্দ্রনাথেরই
লেখা!নিরূপিত ছন্দের জ্ঞানীরা জানেন--এটি দ্বিপদী পাঁচ মাত্রার পর্বের
কলাবৃত্ত ছন্দ। চার চরণের এই কবিতাটির প্রথম ও তৃতীয় এবং  দ্বিতীয় ও চতুর্থ পংক্তিতে কবি চরণান্তিক মিল দিয়েছেন!কী সাবলীল সুস্থমিল
এগুলি অথচ ভাবনার ঐশ্বর্যকে একটুও ক্ষুন্ন করেননি! স্বাভাবিক নিয়ম
মেনে নিয়ে ভাবনার প্রাধান্য অটুট রাখাই সার্থক কবিতা!