(১)
আমরা ছোট ছোট বৃষ্টির ফোঁটা
যখন হাত ধরাধরি করে পৃথিবীতে নামি
লেখা হয় অপরূপ কাব্যকথা!
আমাদের উপর বিরক্ত হয়ো না অযথা
আমরা আছি বলেই--
তোমাদের পাশে পাশে ফুল লতা পাতা,
আমরাই সবুজের আদিকথা!
                                         (২)
না পাঠানো চিঠি
না বাজা নূপুর
              পড়ে আছে ঘরের কোনায়,
রিমঝিম বৃষ্টির মূর্ছনায়
হারানো ভালোবাসা মনে পড়ে যায়
    বৃষ্টি মেদুর স্মৃতি কাছে এনে দেয়!
                                       (৩)
এখনো ভালোবাসা পাবে বলে
নারীপুরুষ বৃষ্টির কাছে যায়,
বৃষ্টিও বিভোর হয়ে নাচে---
' ঊপুড় আকাশ আর চিত মাটির ' জলসায়.....




কৃতজ্ঞতাঃ 'উপুড় আকাশ আর চিত মাটি' কবিতা


(বরষা'র আয়োজন)