( হিন্দি কবিতার আসরের কবি কমলেশ্বর সাহু'র কবিতার
  বঙ্গমন্ত্র ব্যঞ্জনায়....)
রাজনেতারা লুটেপুটে খাচ্ছে রাজভান্ডার
চারিদিকে সামাজিক অবক্ষয় আর হাহাকার
চারিদিকে ধর্ষণ আর ধর্ষণ--নাচছে পশুবিকার,
আমি চুপ করে আছি
তুমিও চুপ করে থাকো!
শুধু ভাবছি ঠিক কি করা উচিৎ?
ছোটরা আমাদের দেখছে আর ভাবছে--
বড়দের এইরকম অন্তহীন চুপ করে থাকা সম্বন্ধে,
বড়রা একটু ভেবে দেখ----
একদিন কতটা ভয়ঙ্কর বিস্ফোরক হয়ে উঠবে
ছোটদের এই বয়সের এমন করে ভাবা--
আর তখন তখন তখন তখন তখন তখন..........