শৈশবে---শিশুরা চায় খেলার বিকেল
             পড়ার শেষে ছড়ার গান
             বৃষ্টিদিনে স্কুলের পথে
             টাপুর টুপুর খুশির বান!
যৌবনে---সন্ধ্যা নামে পুকুর পাড়ে
              কলসী কাঁখে বধুর দল
              মলিন জলে খেলতে নামে
               শুভ্রমলিন হাসের দল!
সংসারে----রাত্রি যেন অপেক্ষা
                     চুমকি পাড় শাড়ি
                ফিনফিনে কুয়শায়
                   ঢাকা আমার বাড়ি!
প্রতীক্ষায়----থরথর কাঁপতে থাকে
                 দীঘল চোখে আলগা ঢল
                 ঘোর নিশীথে পুকুর জুড়ে
                    নাচতে থাকে পদ্মদল!



কৃতজ্ঞতাঃ সুচেতা বিশ্বাস