(১)
ভালোবাসি--অকপটে বলে ফেলি
ঘৃণা করি--বলতে দ্বিধা হয়,
বুঝে যাই--
সত্যি বলা অত সহজ নয়
অথচ মিথ্যা বলা যায় অবলীলায়.....
                                 (২)
জীবশেষ্ঠ আমি---
অযথা অহঙ্কার---
কতবার ভেঙেছে ভূমিকম্প,সুনামী
তবুও মানুষ-----
চারিত্রিক কালিমা মুছতে পারেনি!
                                (৩)
এদিকে----
শহরের যান্ত্রিক মানুষ-----
রোজ বাঁচে আর রোজ মরে,
ওদিকে-----
গেঁয়ো মানুষ---
হাঁটে লালমাটির পথে
ভাসে ভাটিয়ালি গানের সুরে
পৌছোঁয় আনন্দের দুয়ারে...........