ফুলের উপত্যকায়----
আদিগন্ত বিস্তৃত এলাকা জুড়ে
শ্রাবণ খেলে বেড়ায়----
অদৃশ্য কোনো জলতরঙ্গের ছন্দে,
মেদুর বাতাস আবেগে ঘন হয়--
বড় বড় ফোঁটায় আকাশ ফুঁড়ে
বৃষ্টি ঝরে পড়ে উচ্চারিত আনন্দে!
আর কি আশ্চর্য!
বর্ণিল ফুলের পাপড়ির গায়
বৃষ্টি'র ফোঁটাগুলি----
জড়িয়ে থাকে সিক্ত মমতায়!
ফুলের পাপড়িতে----
ফোঁটা ফোঁটা জলের লাজুক উপস্থিতি
জানায় অভিপ্রায়-----
অনন্ত প্রকৃতি অভিভূত বর্ষা'র বরণডালায়.......



(বরষার আয়োজন)