পাহাড়ের পাশে শালবনে--
রাত নামছে----
শহরকে লুকিয়ে চুরিয়ে----
রাতভর পিকনিক---
আর উদোম হয়ে গান-----
ঠিক একুশ শতাব্দীর মত বাঁচা!
রাতশেষে---পোড়া সিগারেট
খালি ভদকা'র বোতল,ফাটা কন্ডোম,
কোচকানো ন্যাপকিন আর ছেঁড়া ব্রা
বুঝিয়ে দেয়----কাল রাতে এখানে
'স্তন্যপায়ী'রা মাংসভোজন করেছিলো
কিছুটা রান্না করা কিছুটা কাঁচা!

আধুনিক সভ্যতার চিহ্ন বুকে ধরে
দুঃখে
সদাশিব জঙ্গলের অঙ্গনটুকু নিথর......