(১)
ভরসার বোঝা ভারি
সবাই টানতে পারে না
আর কি আশ্চর্য!
যারা পারে না
শুধু তারাই ভরসা দেয়
                                  (২)
জীবনের একটা নিজস্ব গন্ধ আছে
মৃত্যু'র কোনো গন্ধ নেই
সে আসলে সব গন্ধ হারিয়ে যায়
                                 (৩)
আমি ফ্রি-ল্যান্স জার্নালিষ্ট
'সংবাদ মূলত কাব্য'--মনে রেখে
ধর্ষণ রাহাজানি খুন
এইসব ফিরি করি
কিছু বামপন্থী কেনে
কিছু কেনে ডানপন্থী
আমার পেট চলে যায়
আমি যে ভাই মধ্যপন্থী
                                (৪)
ভালোবাসার কবিতা লিখি
কিছু পাঠক বলে যা তা
কিছু পাঠক একটু মানে
আমি খুব খুশী--কেননা
তোমাকে লিখেছি মনে মনে.........