স্বপ্ন দেখছি--
চিত হয়ে শোয়া--
এক অনাবৃতা নারী শরীর
যেন সুবিশাল উপত্যকা,
আমার পরিব্রাজক চোখদুটো
মুগ্ধতা নিয়ে দেখছে--নির্মাণ নৈপুণ্য!
জঙ্ঘাময়  সোনালী শস্যের ঘ্রাণ
সুগভীর নাভিতে নিবিড় আমন্ত্রণ
সমতল তলপেট যেন পলিমাটির চর!
উন্নত বুকের গিরিপথ রহস্যাবৃত
পেলবমেদুর ভাঁজ বরাবর হাঁটছি,
কোথাও কোনো বিরুদ্ধতা নেই!
নারীর ত্বকে ভরা বিশ্বাস
আর আমার শরীরে থর থর জগুপ্সা
মনে হয় হুল ফুটিয়ে দিই!
না আমার কোনো চক্ষুলজ্জা নেই
আমি বেদম ভোগী মানুষ,
বৈরাগ্য আমাকে দেখে লুকিয়ে পালায়
আচ্ছা বলো তো--
একটাই তো জীবন
             বৈরাগী হয়ে কি বাঁচা যায়?



কৃতজ্ঞতাঃ তমাল বন্দোপাধ্যায়