(হিন্দিভাষার প্রবাদ প্রতিম কবি বাবা নাগার্জুনের'অকাল
আউর উসকে বাদ' কবিতার বাংলাভাষায় রূপান্তকরণ)


জাঁতাকলে আজ জাঁতা বন্ধ---
দিনের পর দিন--
তালাবন্ধ হয়ে পড়ে আছে রান্নাঘর,
অথচ একদিন এই ঘরে --
গনগনে আঁচের ওপরে--
সুস্বাদু গন্ধ বইতো!
আর এখন দেওয়ালে--
দু একটা লিকপিকে টিকটিকি
খাদ্যাভাবে ধুঁকছে--
এমনকি আরশোলা,নেংটি ইদুরদেরও
দৌড়াদৌড়ি কই?
কেননা মেঝেতে কোনো পরিত্যক্ত পড়ে নেই!
শুধু কি তাই--
রান্নাঘরের দোরগোড়ায়--
একচোখ কানা কুকুরীটা,
এঁটোকাঁটার অভাবে--
অভিমানে শুয়ে ঘুমাচ্ছে!


অ----নে---ক দিন পরে
আজ দানাপানি ঘরে এসেছে--
রান্নাঘরের চালে ধুঁয়ো উড়ছে--
পরিজনদের চোখ ঝিকমিক করছে--
এমনকি কর্কশ কাকও চালে বসে
খুশীতে
মলিন ডানা সাফ করছে!


কঠিন আকালের পর--
দু মূঠো ভাত
যেন--'অমৃতসমান'...........