(মাটি)
মাটি খুঁড়ে দেখ--
মন্দির মসজিদ নয়
চাপা পড়ে আছে--
মানুষের বিশ্বাসঘাতকতা,
সবকিছু বুকে নিয়ে নির্ভার
মাটি--আমাদের অন্নদাতা!
                                       (প্লাটফর্ম)
প্লাটফর্ম কখনো নিঃসঙ্গ নয়
দিনে--কৃষ্ণচুড়া
অন্ধকারে--
রাতজাগা সিগনাল
               তার সাথী হয়,
কখনও একাকী মানুষ
নিরিবিলি বেঞ্চে--
কারো অপেক্ষায়
অনন্ত সময়..................
                                    (ধন্যবাদ)
ধন্যবাদ প্রায়শ যান্ত্রিক--
আমার ধন্যবাদ একটু কাব্যিক,
যেমন--ধানসিড়ি ধন্যবাদ, শঙ্খঝিনুক ধন্যবাদ
ঐশী ধন্যবাদ--ইত্যাদি ইত্যাদি--
কেন এমন জানতে চাইলে
বললাম--কাঙাল মানুষ
দেওয়ার মত কিছু নেই
তাই খোলামনে ধন্যবাদ দিয়ে,
ঝুলিতে
তোমাদের মন নিয়ে যাই!