(ভাঙ্গন)
দামী বেলজিয়াম গ্লাস
আমি যা তাই দেখায়--
অবলীলায়--
কিন্তু আজকাল বড্ডো বিরক্তিকর,
দেখি--
একদা টানটান মুখে বলিরেখা
কোচকানো চুলে সাদার ঝলক,
একদিন রেগেমেগে আঘাত করি--
ঝনঝন শব্দে ভেঙে--
ঝরে পড়তে পড়তে--
হেসে বলে--
ভুলিস না--আমার মত তুইও ভঙ্গুর,
আজ তুই আমায় ভাঙছিস
কাল তোকে মরণ ভাঙবে
গুড়ো গুড়ো করে...........
                               (চোখ)
চোখ বড় কৌতুহলী
বাছবিচার না মেনে
যত্রতত্র ঘুরে বেড়ায়
আর এত ক্ষুধার্ত--যে
চাক্ষুষ যা কিছু সুন্দর
পেলে এক্ষুনি খায়
চোখ সতত মেতে থাকে
সৌন্দর্য বিলাসের অছিলায়............