আমি কবিতা লিখি আনন্দে
নিজেকে বিশেষ করে
দেখানোর অভিপ্রায়ে নয়--
লিখি নম্র উচ্চারণে,উজ্জ্বল ঋজুতায়!
আর কি আশ্চর্য! দেখি--
ঐশ্বর্যময় বিষাদ পংক্তিমালা
উড়ছে কবিতায়--
বুঝি অপূর্ণতার বেদনায়--
আজীবন কবিতা
আমাকে ঋণী করে দেয়!
যা হোক তা হোক!
এই কঠিন পৃথিবীতে--
কবিতাই আমাকে যাবতীয়
স্বপ্ন দেখায় অবলীলায়--
তাই তো বার বার ফিরে আসি
কবিতায়............