(সহাবস্থান)
দুঃখ আমার ঘরের জন
সুখ আমার প্রতিবেশী,
সত্যি বলতে কি--
এড়াতে পারি না তাই
দুজনকেই একটু আধটু ভালোবাসি,
আজ এ কে কাল ও কে নিয়ে
বেশ আছি--পাশাপাশি!
                               (গতি)
যে পথ ধরে--
এতটা দূর চলে এসেছি
সে পথে আর ফেরা সম্ভব নয়,
জীবন অনেকটা নদীর মতন
পেছোতে পারে না--
            শুধুই এগিয়ে যায়!
পার্থক্য শুধু এইটুকু
নদী মেশে মোহনায়--
আর--
মানুষ দিগন্তে মিলায়.........