ধন-দৌলত--
তীরধনুক বন্দুক কিচ্ছু নেই
এমনকি কাস্তে হাতুড়িও নেই,
শুধু কি তাই--
দুব্বো,তুলসীপাতা,গাঁদাফুল
এসবও নেই--
না আমি যোদ্ধা না বিপ্লবী না পূজারি
তাই বলে ভেবো না আমি ভিখারি--
আমার আছে 'সাত রাজার ধন এক মানিক'
একটা টুকটকে রাঙা হৃদয়--
কাউকে দেবো না--
শুধু তুমি এলে বিছিয়ে দেবো আঙিনায়
বলবো--
বসে ধন্য করো বিমল ভালোবাসায়.......