(দলিত বর্গের উপর তথাকথিত উচু জাতের লোকজনের
অত্যাচারে এক দলিত যুবক আত্মাহুতি দেয়--প্রতিবাদী ব্যঞ্জনায়...............)


গত কয়েক দশক ধরে
আমি পেট ভরে খাই নি
মন ভরে ঘুমাইনি--
অচ্ছুত বলে--
কুয়োর জল ছুঁতে দাওনি
তাই শরীরে আমার
জলজ উদ্ভিদের মত শ্যাওলা
চুলে জট--
চোখের নীচে কালি--
আর তোমরা বলছো--জীবনকে ভালবাসতে?
আমি কথা রাখতে পারলাম না--
আত্মঘাতী হলাম!
প্রভুর দেওয়া এইসব শস্য জল মাটি হাওয়া
জাতপাতের দোহাই দিয়ে--
আমাকে বঞ্চিত করলে!
দেখো প্রতারণার দায়ে একদিন
আগামী প্রজন্ম--
তোমাদের কড়িকাঠে ঝোলাবে,
আর আমি মন ভরে ঘুমাবো অনন্তে..........