সাবির আলি আর রমাকান্ত ঘনিষ্ঠ বন্ধু!
আলির ঈদের বাজার রমরমা--
ছেলের মখমলি কুর্তা--
বৌ এর শালোয়ার  কামিজ--
এমনকি নিজের জন্যে জাপানি সিল্কের জামা,
এবারে ক্ষেত ভর্তি ধান ভাল দামে বিকিয়েছে--
মন থেকে আপনাআপনি উচ্চারিত হচ্ছে--
'আল্লাহ হো আকবর'----
রমাকান্তরই বা কম কিসে?
কোম্পানীর মালিক এবার ভালো বোনাস দিয়েছে--
তাই পুজোর বাজার জমজমাট--
বৌ এর ঢাকাই জামদানি--
ছেলেমেয়ের ইংলিশ কাট জামাকাপড়,
নিজের জন্যে বাটার দামী জুতো--
খুশীতে গদগদ হয়ে বলছে--
'হে মা দুগ্গা--তোমারই দয়ায়.........'
বছর শেষে অঘটন--
সাবির আলির ক্ষেত বিকিয়েছে
মহাজনের না শোধ করতে পারা দেনায়
আর রমাকান্তর কারখানা হাহাকার করছে
গেট বন্ধ তালায়-----
'কোথায় আল্লাহ আর কোথায়ই বা মা দুগ্গা'
সাবির আলি আর রমাকান্ত সুরে সুর মিলায়!


ঈশ্বর-আল্লাহ মুচকি হেসে বলেন--
'পেলেই মান্যতা দেয়--
আর হারালেই মুখ ফিরিয়ে নেয়'
মানুষ তো মানুষের মতই হয়................