(প্রথম পংক্তি সৃষ্টিকর্তার,দ্বিতীয় পংক্তি জীবশ্রেষ্ঠ মানুষের)


সৃষ্টিকর্তা--আমি বানিয়েছি বিশাল পাহাড়
জীবশ্রেষ্ঠ--আমি বানিয়েছি হাইরাইজ টাওয়ার
--আমি বানিয়েছি প্রখর সূর্যের শৈলী
--আমি বানিয়েছি পারমানবিক চুল্লী
--আমি বানিয়েছি মধুর চন্দ্রিমা
--আমার বানানো ফ্লুরোসেন্টও কম যায় না
--আমি বানিয়েছি সমুদ্র, ঝর্ণা,নদী
--আমার হাই টেক সুইমিং পুলই বা কম কি?
--আমি বানিয়েছি তোকেও মুর্খ মানুষ
--আমিও বানিয়েছি অনুরূপ রোবোট স্বরূপ
--সৃষ্টি স্থিতি ধ্বংস আমার স্বাভাবিক ধর্ম
--উপার্জন সংসার বিনোদন আমার দৈনন্দিন কর্ম
--আমি বিশাল--একমাত্র নিয়ন্ত্রণ যন্ত্র
--আমি পরিমিত-- বিলক্ষন স্বতন্ত্র............



সূচনাঃ বিতর্ক এই ভাবে শুরু হয়েছিলো আর এই অবধি পৌঁছেছে--শেষে কি হয় জানা যাবে আগামীতে...