(অভিমান)
চেঁচামেচি,গোয়ার্তুমি--
জিনিষপত্র ছুঁড়ে ফেলা--
ধুপধাপ হেঁটে যাওয়া--
রাতে না খেয়ে---
উল্টোদিকে মুখ ঘুরিয়ে শুয়ে থাকা
এইসব বুঝিয়ে দেয়
হতাশ প্রেমিকের অভিমান,
এই সময়ে একটি মৃদু চুম্বন
যেন বাধভাঙা ভালোবাসার গান!
                              (নিপীড়ন)
একসময় সন্ধ্যায়--
দূরে কেউ বেহালা বাজাতো
হাওয়াও কেঁপে উঠতো--
আর আপাদমস্তক--
যেন শুচিতা বয়ে যেত,
আর এখন শ্লোগানে শ্লোগানে
মুখরিত জনপদ--
বুঝিয়ে দেয়--দেশময় আর্তের নিপীড়ন!