সেজেগুজে বেরোই প্রিয়র খোঁজে
হাতের মুঠোয় আঁকড়ে ধরি হাওয়া
হাওয়াও ভারি দুষ্টু--
করতলে চুমু খেয়ে পালায়,
আমার কুন্তলে বিলি কেটে বলে
কেন সেজেছিস অবেলায়--
যদি রোদ্দুর তোর চিবুক ছুঁয়ে দেয়
                              নিরালায়?
আর স্রোতস্বিনীর চঞ্চল ঢেউ
তোর নূপুর ভিজিয়ে দিয়ে মিনতি জানায়
আয় ডুবে মর ভালোবাসায়---


আমিও বিভোর হয়ে ঝাপিয়ে পড়ি গহীনে!


কথিত আছে --
এইভাবেই মৎসকন্যার জন্ম হয়--
লেখা আছে স্বপ্নাদ্য বালিয়াড়ির আঙিনায়..........