(সমাপন)
শেষ নিঃশ্বাস ফেলার আগে
আঁকড়ে ধরি মায়ায়--
পারি না--আমি শান্ত হয়ে যাই!
অলক্ষ্যে ধ্বনিত হয়--
'সে আর কোথাও নেই'..........
                            (আলাপন)
সত্যিকারের কবিতা--
নিজেকে জাহির করে না
রাত জেগে বসে থাকে--
সত্যি পাঠকের আগমন সম্ভাবনায়,
সে এসে কড়া নাড়তেই
দরজা হাট করে খুলে ধরে--
তাকে বুকে টেনে নেয়
আলাপন আকাঙ্খায়................