(অভাবী)
থাকি অভাবের পাশাপাশি
ধনী ধনী মুখ করে হাসি--
আমি যে গরীব কাউকে বলি না
যারা ভালোবাসে তারাও
গরীব জেনে--মুখ ফিরিয়ে নেয়.......
                                        (বিধবা)
রঙে রঙে ভরা ছিল এ জীবন
রঙের বাহারে নেচে উঠতো তনুমন--
মনের মানুষ চলে যেতে
'ঘর তো নয় ঘরের মতন'
শব্দহীন সংসারে একলা জীবন যাপন!
স্বগত ভাষণে--
লিখি যে দু চার মনকথা
লোকে বলে--পাতা ঝরানোর ব্যথা.........