পূজো আসছে--
মালিকদের ছিঁটেফোঁটা করুণায়
কারখানায় কারখানায় বোনাস আর
ঘরে ঘরে বাবুদের দয়াদাক্ষিন্যে
গরীবেরা ধন্য হয়--
নতুন জামাকাপড় জুতো
কেনাকাটি করে এইসময়!
আমি ধনীমানুষ--
এইসব কেনাকাটি তো আছে বছরভর,
আমি একটা নতুন মডেলের গাড়ি কিনলাম!
মহাষ্টমীতে মহার্ঘ পোশাকে সজ্জিত হয়ে
সপরিবারে পূজোমন্ডপের দোরগোড়ায় গিয়ে
গাড়ি দাঁড় করালাম--
এক শ্রমিকবন্ধু
সপরিবারে এসে অভ্যর্থনা জানালো
শুধালো--পূজোয় কিনলি?
আমি কাঁধ ঝাকিয়ে বুক টান টান করে
সম্মতি জানালাম--
আমার পাল্টা প্রশ্নে তার স্ত্রী জানালো--
বন্যায় যারা সবকিছু হারিয়েছে
তাদের জন্যে--
এবারের পুরো বোনাস ও করেছে
বনাত্রাণ ফান্ডে দান!
আমি নিভে গেলাম--
অবাক হয়ে তাকিয়ে দেখি
দূরে মাটিতে গড়াগড়ি খাচ্ছে
আমার অভিজাত অভিমান........