(দৈনন্দিন জীবনের হাজারবার শোনা কথার থেকে কিছু কথার পদ্যরূপে গাঁথা মালা)
                                  (১)
ঠকতে ঠকতে শিখে যাবে
শুরুতে বাঁধা দিলে
শেখা থেমে যাবে
                                 (২)
হাত বাড়ালেই
হাত পাবে
বন্ধুত্বের শুরু
ঠিক এইভাবে
                                 (৩)
নৃত্য শুধু
হাত পা নাড়া নয়
সাথে যদি
ভাব মিশে থাকে
মন নাচায় উন্মাদনায়
                                 (৪)
মেয়ে দেখলেই
লোভী চোখ নাচে
প্রাচীণরা বলে উচিত নয়
ভুলে যায়---
'বয়স আমাদের স্বভাব বদলায়'