(এই কবিতা--এক ঘনিষ্ঠ বন্ধুর অনুরোধে আমার এক দুরূহ কবিতা 'হার্দ্য'র সরলীকরন তথা রি-কনস্ট্রাকশন)


বন্দী আমি--
বেরোবার সব রাস্তা বন্ধ,
আঁটকে আছি আঠালো তরলে!
একদিকে নীল স্রোত--
আর একদিকে লাল--
আমি টালমাটাল,
কান ঝালাপালা করে দিচ্ছে
এক অবিরাম ঘন্টাধ্বনি
যেন শব্দব্রহ্ম বলছে--
'সবাই শব্দের কাছে ঋনী'!
মল্লিকা বনে নিয়ে যাবে বলে
এ আমাকে কোথায় আনলে প্রিয়তমা?
দূর থেকে ভেসে আসে
প্রিয় নারীর চেনা স্বর--
'পুরুষ ঈশ্বর'
তুমি আমার হৃদয়ের মাঝে বন্দী!




'